মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৭:১৮

হারতে হারতে জিতে গেল পাকিস্তান

হারতে হারতে জিতে গেল পাকিস্তান

স্পোর্টৃস ডেস্ক: প্রথম টি-২০ ম্যাচের মতো আজও হারার উপক্রম হয়েছিল জিম্বাবুয়ে সফররত পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজ সিরিজের ২য় টি-২ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারতে হারতে ১৫ রানে জয় পায় পাকিস্তান। এ জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। শেষ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন পাকিস্তানের উমর আকমল এবং ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন ইমাদ ওয়াশিম।   

এদিন সফরকারী পাকিস্তান ট্রসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১ম টি-২০ ম্যাচের মতোই ১৩৬ রান করে। দলের পক্ষে উমর আকমল ৩৮ (অপরাজিত), শোয়েব মাকসুদ ২৬ ও ওপেনার মোহাম্মদ হাফিজ করেন ১৭ রান। এছাড়াও শোয়েব মালিক ১৫, মোহাম্মদ রেজওয়ান ১৬ ও শহীদ আফ্রিদী ২ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে টিনাসি পানিয়াঙ্গারা ও লুক জঙ্গী ২টি করে উইকেট লাভ করেন। এছাড়াও চিমার ও উৎসিয়া ১টি করে উইকেট লাভ করেন।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানের মধ্যে প্রথম সারির ৪টি উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে শেষ মুহুর্তে উইলিয়ামসন এবং সিকান্দার রাজার অনবদ্য ৬০ রানের জুটিতে দলকে প্রাথমিক ধাক্কা সামলায়। তবে দলীয় ৮৪ রানের মাথায় সিকান্দার রাজা আউট হওয়ার পর জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন ম্লান হয়ে যায়। এক প্রান্তে উইলিয়ামসন অপরাজিত থাকলেও অপর প্রান্তের ব্যাটসম্যানদের উইকেট হারানোর মিছিলে শেষ পর্যৃন্ত নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১২১ রান।

দলের পক্ষে সব্বোচ্চ উইলিয়ামস করেন অপরাজিত ৪০ রান। এছাড়া সিকান্দার রাজা করেন ৩৬, চিকিম্বুরা ১৭ ও মাসাকাজ্জা করেন ৯ রান।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ইরফান ও ইমরান খান ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া সোহেল তানাভির ও ইমাদ ওয়াসিম ১ টি করে উইকেট লাভ করেন।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে