মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৫:৫১

লালকার্ড না দেখিয়ে সোজা বন্দুক দেখালেন রেফারি

লালকার্ড না দেখিয়ে সোজা বন্দুক দেখালেন রেফারি

স্পোর্টস ডেস্ক :  ব্রাজিলে ঘটে গেল তুলকালাম কাণ্ড, যা রীতিমত ফুটবলকে নাড়া দিয়েছে।  একটি ফুটবল ম্যাচে মারপিট থামাতে লালকার্ড বা হলুদকার্ড নয় সোজা বন্দুক বের করলেন রেফারি।

নিজেদের টিম ম্যাচ হারলে হয়তো সব রাগ গিয়ে পড়ে রেফারির ওপর।  নড়বড়ে ডিফেন্স।  রেফারি-ই নাকি গোল করিয়ে দিয়েছে।  ওটা অফসাইড ছিল।  এ ঘটনায় উত্তপ্ত থাকে মাঠ।  ম্যাচের পর হামলার ভয়ে অনেক সময় রেফারিকে পুলিশি প্রহরায় মাঠ থেকে নিয়ে যাওয়া হয়।

বিক্ষুব্ধ দর্শকদের রোষানল থেকে রক্ষা করতে পুলিশি নিরাপত্তা দেয়া হয়। কিন্তু ব্রাজিলের ঘটনাটি নজিরবিহীন।  একটি ফুটবল ম্যাচে মারপিট থামাতে লালকার্ড বা হলুদকার্ড নয়, সোজা বন্দুক বের করলেন রেফারি।

ব্রাজিলে একটি অপেশাদার লিগের ম্যাচ চলছিল।  স্থানীয় টিম ব্রুমাডিনহো বনাম আমান্তেস দা বোলা।  খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি গ্যাব্রিয়েল মুরতা।  

গোলমাল বাঁধে একটি পেনান্টির সিদ্ধান্ত নিয়ে।  রেফারির সিদ্ধান্তে উত্তেজিত হয়ে আমান্তেস দা বোলার খেলোয়াড় লাথি ও ঘুষি মারেন রেফারিকে। এরপরই লালকার্ড নয়, সোজা বন্দুক বের করে বসেন গ্যাব্রিয়েল।  

রেফারির হাতে আগ্নেয়াস্ত্র দেখে বিক্ষুব্ধ খেলোয়াড়রা ভয়ে আর আশপাশে নেই।  একদম মাঠ ফাঁকা।  গ্যাব্রিয়েলকে শান্ত করতে এগিয়ে আসেন লাইন্সম্যান।

জানা গেছে, গ্যাব্রিয়েল পেশায় পুলিশ।  আত্মরক্ষার্থে তিনি একটি বন্দুক নিজের কাছে রাখেন সব সময়।  তাই বলে ম্যাচেও বন্দুক! এ এক আজব কারবার।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে