স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বে অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। তবে উপমহাদেশের দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা এখন এক নম্বরে। শুরুর দিকে ক্রিকেট খেলায় অনেক বেশী সময় প্রয়োজন হলেও বর্তমানে খেলাটি সীমিত সময়ের হয়ে আসছে এবং আরো উত্তেজনাপূর্ণ খেলায় পরিণত হয়েছে। পাশাপাশি ক্রিকেট থেকে ক্রিকেটাররা এখন আয় করছেন কোটি কোটি টাকা। ২০১৫ সালের এখন পর্যন্ত সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া সেরা ১০ ক্রিকেটারদের দিকে একবার চোখ বুলিয়ে নেয়া যাক-গতকালের পর সেই ১০ জনের মধ্যে থেকে আজ বাকি পাঁচ জনের সংক্ষিপ্ত তথ্য নিচে তুলে ধরা হলো-
বীরেন্দ্র শেবাগঃ বীরেন্দ্র শেবাগ ভারতীয় দলের হয়ে খেলে এসেছেন। দলে ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান এবং মাঝে মাঝে অফ স্পিন করে দলের কাজে আসলেও মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত তিনি। শেবাগের মোট আয় গত সিজনে ৬.৯ মিলিয়ন ডলার যার মোট ২.৮ মিলিয়ন ডলার এসেছে বেতন থেকে এবং বাকী ৪.১ মিলিয়ন এসেছে ফিলা, হিরো হোন্ডা, রয়াল চ্যালেঞ্জ এর মত নামকরা ব্র্যান্ডের স্পন্সর হয়ে।
বিরাট কোহলিঃ কোহলি ভারতের বেশ জনপ্রিয় তারকা। জাতীয় দলের পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলে বেশ নাম কুড়িয়েছেন। দলে তিনি ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলেন। কোহলির গত মৌসুমের আয় ৭.১ মিলিয়ন ডলার যার অর্ধেকেরও কম ৩.১ মিলিয়ন এসেছে বেতন থেকে এবং বাকী ৪ মিলিয়ন এসেছে বিভিন্ন ব্র্যান্ডে পৃষ্ঠপোষকতা করে। কোহলির স্পন্সরদের মধ্যে নাইকি, পেপসিকো, টয়োটা, কারবন মোবাইল, টিভিএস, নেসলে উল্লেখযোগ্য। gamvir
গৌতম গম্ভীরঃ গৌতম গম্ভীরও ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। জাতীয় দলের সাথে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বাঁহাতি এই ওপেনারের স্পন্সরদের মধ্যে রয়েছে রিবক, রেডবুল, হিরো হোন্ডা, এমআরএফ, রয়াল স্ট্যাগের মত ব্র্যান্ড। গৌতমের গত সিজনের আয় ছিল ৭.৩ মিলিয়ন ডলার যার ৩.৯ মিলিয়ন ছিল বেতন থেকে এবং ৩.৪ মিলিয়ন ছিল স্পন্সরশিপ থেকে।
শচিন টেন্ডুলকারঃ ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান শচীনের উল্লেখযোগ্য দল ভারতী জাতীয় দল এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস। শচিন অ্যাডিডাস, কোকা-কোলা, ক্যাস্ট্রল, তোশিবা সহ আরো অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। শচিনের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে। গত মৌসুমে তার আয় হিসাব করা হয়েছে ১৮.৬ মিলিয়ন ডলার। বেতন থেকে এসেছে মাত্র ২.১ মিলিয়ন এবং স্পন্সরশিপ থেকে ১৬.৫ মিলিয়ন।
মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল খ্যাত এই খেলোয়াড়ের জন্ম ভারতে। ওয়ানডে ডেব্যু বাংলাদেশের বিপক্ষে ২০০৪ সালে। দলে উইকেট কিপার এবং ডানহাতি ব্যাটসম্যানের ভুমিকা পালন করছেন তিনি। গত সিজনে ধনি আয় করেছে মোট ২৬.৫ মিলিয়ন ডলার যার মাত্র ৩.৫ মিলিয়ন এসেছে বেতন থেকে এবং ২৩ মিলিয়ন এসেছে রিবক, পেপসিকো, সনি, বুস্ট, টিভিএস, টাইটান, গালফ ওয়েলের মত বিশ্বসেরা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ