স্পোর্টস ডেস্ক: চিনে ৩০ টি সকার স্কুল গড়ার ইচ্ছা প্রকাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি সাবেক রোনালদো৷ শুধু স্কুল খোলায় নয়, ফুটবলারদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ পদ্ধতিতে স্কুলের বাচ্ছাদের ট্রেনিং দেবেন ব্রাজিলের সিনিয়র এই তারকা ফুটবলা।
মঙ্গরবা সাও পাওলোতে এক অনুষ্ঠানে রোনালদো বলেছেন, ব্যবসার কাজ ছাড়াও চিনে আমি সকার স্কুল খুলতে চাই ৷ চাইনিস সরকার ফুটবলের উন্নতিতে আগ্রহী৷ পাশাপাশি ওখানে অনেক ফুটবল সমর্থক থাকার জন্যই চিনে ফুটবল স্কুল গড়ার চিন্তাভাবনা করেছি৷ ওখানে বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে৷ আমার মতে ওই বিশেষ ট্রেনিংয়ে চিনের ফুটবলের উন্নতি হবে৷
তিনি আরও বলেছেন, ওখানে সঠিক পদ্ধতিতে ট্রেনিংয়ের অভাব রয়েছে৷ আমার মতে সঠিক পদ্ধতিতে ট্রেনিং পেলে অনেক ফুটবলার উঠে আসবে৷’ রোনাল্ডো অন্তত ৩০ টি স্কুল গড়ার চিন্তাভাবনা করবেন চিনে৷
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আর-আমিন/এএস