মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৩:২৬

কৌশলের দুসরা নিষিদ্ধ

কৌশলের দুসরা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট দলের অফস্পিনার থারিন্ডু কৌশলের দুসরা নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তবে তিনি তার অফ ব্রেক বল করতে পারবেন।

আগস্টে তার বোলিং নিয়ে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে। আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কৌশলের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। আম্পায়ারদের অভিযোগে তাকে আইসিসি’র পরীক্ষায় অংশ নিতে হয়।

টেস্টের ফলাফল অনুযায়ী, ‘দুসরা’ বল করার সময় থারিন্ডু কৌশলের কনুই আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়েও বেশি বাঁকে। সেই কারণে এই লঙ্কান অফ-স্পিনারকে ‘দুসরা’ থেকে নিষিদ্ধ করা হয়েছে।তবে প্রথাগত স্পিন করার সময় তার কনুইয়ের বাঁক নির্ধারিত সীমার মধ্যেই থাকে।

শ্রীলঙ্কা নিজেদের তাদের পরবর্তী স্পিন আক্রমণের মূল অস্ত্র হিসেবে দেখছিল কৌশলকে। পরীক্ষার এই ফল তাদের জন্য বড় একটি ধাক্কা হয়ে এসেছে। তবে ছয় টেস্টে ৪২.১২ গড়ে ২৪ উইকেট নেওয়া এই স্পিনার তার অফব্রেকের জন্য এখনও দলে জায়গা ধরে রাখতে পারেন।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে