স্পোর্টস ডেস্ক: দেশে যখন হরতাল অবরোধ চলছিল ঠিক তখন পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করে গেছে। এরপর ভারত তারপর দক্ষিণ আফ্রিকা। কথা ছিল তাদের ধারাবহিকতায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে। কিন্তু হঠাৎ তারা নিরাপত্তাহীনতার অযুহাতে সফর স্থগিত করে। ঢাকায় পাঠিয়ে দেয় নিরাপত্তা পর্যবেক্ষণ দল।
অস্ট্রেলিয়ার পক্ষে নিরাপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল। কিন্তু ঢাকায় বিভিন্ন মিটিংয়েও তিনি পরিষ্কার করেননি কী ধরনের হুমকি রয়েছে। শুধু বলেছেন, বড় ধরনের হুমকি আছে।
বাংলাদেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো খবর তাদের কাছে নেই। আশ্বাস দেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার। মূলত অস্ট্রেলিয়ান সরকার সতকর্তা অবলম্বন করতে বলেছিল ট্যুরিস্টদের। সেটা ক্রিকেট দলের জন্য ছিল না। যদিও সরকারের সতকর্তা নোটিশ দেখে ক্রিকেট অস্ট্রেলিয়া তৎপর হয়েছে।
তবে একটা হামলার হুমকি ঠিকই ছিল ঢাকায় অস্ট্রেলিয়ান নাগরিকদের উপর। প্রতি বছর ঢাকায় থাকা অস্ট্রেলিয়ানরা একটি অনুষ্ঠান করে। স্থানীয় হোটেলেই এটি হয়ে থাকে। সেই অনুষ্ঠানের উপরই হুমকি ছিল বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।যদিও এটি বিশ্বাসযোগ্য সূত্র ছিল না।
বিসিবি সভাপতি মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, 'ওরা একটি তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা নিয়েছে। সেই তথ্যটা সেই পর্যায়ের কোনো বিশ্বাসযোগ্য সুত্র নয়। ওরা জেনেছে অস্ট্রেলিয়ানরা এখানে অক্টোবর মাসে প্রতি বছর একটি প্রোগ্রাম করে যারা নাকি বাংলাদেশে থাকে। ওখানে কিছু একটা গন্ডগল হতে পারে। এই রকম একটা তথ্য ওদের কাছে ছিল। আমি সব সময় একটা জিনিস নিশ্চয়তা দিয়ে এসছি। ক্রিকেটের জন্য বাংলাদেশ যেখানে এক মতের হয়ে যায়। সেখানে কোনো গন্ডগল হতে পারে বলে আমি বিশ্বাস করি না।'
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ