মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩২:৩৫

যে কারণে ওয়ার্নারকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা

যে কারণে ওয়ার্নারকে আজীবন নিষিদ্ধ করেছে ফিফা

স্পোর্টস ডেস্ক: ফুটবল সম্পর্কিত সব ধরণের কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে। মঙ্গলবার এমনটি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বিবৃতিতে ফিফা জানিয়েছে, সংস্থার নিয়ম কয়েকবার ভঙ্গ করার দায়ে দোষী প্রমাণিত হয়েছেন জ্যাক ওয়ার্নার। তিনি ক্যারিবিয়ান অ্যান্ড নর্থ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান ফুটবলের প্রধান ছিলেন।

ফিফার কর্মকর্তাদের ভেতর যাদের জড়িয়ে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে জ্যাক ওয়ার্নার ছিলেন তাদের অন্যতম। বিশেষ করে কাতারে বিশ্বকাপ নিয়ে বার বার উচ্চারিত হয়েছে ওয়ার্নারের নাম।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭২ বছর বয়সী ফিফার সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ২০১১ সালে ফুটবলের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। পরে তার দেশ ত্রিনিদাদ-টোবাগোর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়ান।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে