মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৪:১৫

বল এখন অস্ট্রেলিয়ার কোর্টে, আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত

বল এখন অস্ট্রেলিয়ার কোর্টে, আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আগামীকাল বুধবার। অগ্রবর্তী দল হিসেবে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণে আসা তিন সদস্যের প্রতিনিধি দল কালই তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য বৈঠকে বসবে অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাব্যক্তিদের সঙ্গে।

গত শুক্রবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তর (ডিএফএটি) সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন আমলে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করে। অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে পা রাখার কথা ছিল গতকাল সোমবারই।
বুধবার বাংলাদেশ সফর করে যাওয়া প্রতিনিধি দল এই ডিএফএটির সঙ্গেও বৈঠকে মিলিত হবে। অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ডিএফএটির সঙ্গে এই বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাদের সব্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। তাই ক্রিকেট বিশ্লেষকরা বলছে বল এখন অস্ট্রেলিয়ার কোর্টে।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কী করবে তা জানতে অপেক্ষায় থাকাই ভালো। তবে প্রস্তুতি ঠিকই সেরে রাখছে বাংলাদেশ। ইতিমধ্যেই বিসিবি ঘোষণা করেছে প্রথম টেস্টের দল। মিরপুরের মাঠে ফুরফুরে মেজাজে অনুশিলন করে যাচ্ছেন মুশফিকরা। অস্ট্রেলিয়া দলের সফর বিলম্বিত হওয়া নিয়ে কথা বলতে রাজি হননি কোনো ক্রিকেটারই। তবে তাঁদের বিশ্বাস, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৯ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুধু ভেন্যুতেই একটু অদলবদল হতে পারে।
সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।
২৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে