স্পোর্টস ডেস্ক: গত শুক্রবার হঠাৎ করেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তর এক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশে অস্ট্রেলীয় নাগরিকদের ওপর জঙ্গিগোষ্ঠীর হামলার শঙ্কার কথা জানায়। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে দুই টেস্টের সফর স্থগিত করে।
সিরিজের সময়সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট টিম সোমবার বাংলাদেশে পোঁছানোর কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে তারা নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসেনি। অস্ট্রেলিয়ার একটি নিরাপত্তা পর্যবেক্ষক দলও দুইদিনের সফর শেষে গতকাল ঢাকা ছেড়েছে। দেশে ফিরে এখনও কিছু জানান নি তারা।
কিন্তু এদিকে জানা গেছে, আজ মঙ্গলবার অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের ক্রিকেট সরঞ্জাম ঢাকায় পৌঁছেছে। নিরাপত্তা ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মধ্যে গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক ইতালীয় নাগরিক খুন হওয়ায় অজিদের সফরের বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। তবে বাংলাদেশ থেকে অজিদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
২৯ সেপ্টম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস