স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডানহাতি এই স্পিনার রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরলেন স্পিনার সুনিল নারিন। এখনো দলে ফেরার সুযোগ হয়নি ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ডের।
শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে টেস্ট দলকে জেসন হোল্ডার ও ওয়ানডে দলকে ড্যারেন স্যামি নেতৃত্ব দিবেন।
গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হন সুনিল নারিন। বোলিং অ্যাকশন শুধরে ফিরে এলেও বিশ্বকাপের আগে নিজেকে সরিয়ে নেন। বিশ্বকাপের পর আইপিএলে খেললেও আবারও ধাক্কা খান এই ওয়েস্ট ইন্ডিয়ান। চারমাসে নিজের বোলিং অ্যাকশন ঠিক করে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে জার্মেইন ব্ল্যাকউড। দশ টেস্ট খেলা ব্ল্যাকউড এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জোনাথন কার্টার, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, সুনিল নারিন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরোম টেলর।
২৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে