বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪১:১৩

লালকার্ড নয়, বন্দুক বের করলেন রেফারি!

লালকার্ড নয়, বন্দুক বের করলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক: নিজের দল হেরে গেলে 'যত দোষ, নন্দ ঘোষ'-এর মতো সব দোষ গিয়ে পড়ে রেফারির উপর। নড়বড়ে ডিফেন্স অথচ রেফারি-ই নাকি গোল করিয়ে দিয়েছে। 'ওটা অফসাইড ছিল।' এ ঘটনা আমাদের কাছে নতুন নয়। উত্তপ্ত ম্যাচের পর হামলার ভয়ে রেফারিকে রীতিমতো পুলিশি নিরাপত্তা দিয়েও মাঠ থেকে নিয়ে যাওয়া হয়।

কারণ, বিক্ষুব্ধ দর্শকদের রোষ গিয়ে পড়ে রেফারির উপর! কিন্তু ব্রাজিলের ঘটনাটি নজিরবিহীন। একটি ফুটবল ম্যাচে মারপিট থামাতে লালকার্ড বা হলুদকার্ড নয়, সোজা বন্দুক বের করলেন রেফারি।

ব্রাজিলে একটি অপেশাদার লিগের ম্যাচ চলছিল। স্থানীয় টিম ব্রুমাডিনহো বনাম আমান্তেস দা বোলা। খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি গ্যাব্রিয়েল মুরতা। গোল বাঁধে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে। অভিযোগ, রেফারির সিদ্ধান্তে উত্তেজিত হয়ে আমান্তেস দা বোলা-র খেলোয়ার লাথি ও ঘুষি মারেন রেফারি গ্যাব্রিয়েলকে। এরপরই লালকার্ড নয়, একেবারে বন্দুক বের করলেন গ্যাব্রিয়েল। রেফারির হাতে আগ্নেয়াস্ত্র দেখে বিক্ষুব্ধ খেলোয়াড়রা ভয়ে আর আশপাশে নেই। মাঠ ফাঁকা।

গ্যাব্রিয়েলকে শান্ত করতে এগিয়ে আসেন লাইন্সম্যান। জানা গিয়েছে, রেফারি ছাড়াও গ্যাব্রিয়েল পেশায় পুলিশ। আত্মরক্ষার্থে তিনি একটি বন্দুক নিজের কাছে সব সময়ই রাখেন। তা-বলে ম্যাচেও বন্দুক!

৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে