সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৫:২১:০১

ইয়াসিরকে গুগলি শিখিয়েছেন লিখন

ইয়াসিরকে গুগলি শিখিয়েছেন লিখন

শান্ত মাহমুদ : কয়েকদিন আগেই তার লেগ স্পিন ঘূর্ণিতে দিশোহারা হয়ে উঠেছিলো ইংল্যান্ডের সব ব্যাটসম্যান। মাত্র ১৯ টেস্টে ৯০ উইকেট নিয়ে ১২০ বছরের রেকর্ড নতুন করে লিখেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। উঠে গিয়েছিলেন টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষেও। আর এই ইয়াসির শাহকেই নাকি গুগলি শিখিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।

অথচ, দু’জনের অবস্থান দুই মেরুতে। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ইয়াসির শাহ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নিয়মিত। তার কাঁধে সওয়ার হচ্ছে পুরো পাকিস্তান দল। আর লিখন দলে জায়গা পেতেই রীতিমতো হাবুডুবু খেয়ে যাচ্ছেন। তাই ইয়াসির শাহকেই দেখে এখন উদ্বুদ্ধ হচ্ছেন বাংলাদেশের একমাত্র এই লেগ স্পিনার।

অনুপ্রেরণার জায়গা হিসেবে ইয়াসির শাহর সাথে ভারতের অমিত মিশ্রর কথাও বললেন লিখন, খুব ভালো লাগছে যে সবগুলো দলেই একটা না একটা লেগ স্পিনার আছে। ভারত দলে মিশ্র, পাকিস্তানে ইয়াশির শাহ তো খুবই ভালো বোলিং করেছে প্রথম ম্যাচে। এটা আমার জন্য অনুপ্রেরণার যে, সব দলে লেগ স্পিনার খেলছে এবং ভালো করছে। উইকেট কিন্তু লেগ স্পিনাররাই নিচ্ছে সব দলে। এটা আমার জন্য অনেক অনপ্রেরণার।

পাকিস্তান গত বছর বাংলাদেশে এসেছিল সিরিজ খেলতে। ওই সময় নাকি লিখনের কাছ থেকে গুগলি শিখতে চেয়েছিলেন ইয়াসির শাহ। এ ব্যাপারে লিখন বলেন, ও(ইয়াসির শাহ) আমার কাছে এসেছিল গুগলি শেখার জন্য। আমিও ওর সাথে একটু কথা বলেছিলাম। বলেছিল, তোমার বয়স কতো? আমি বলেছিলাম ২১। আমাকে বলেছে আমার বয়স কত জানো? আমি বলেছি, কতো? বলল যে ৩৪ (৩০)। ও বলেছে তোমার এখনও অনেক সময় আছে। তুমি এখনও বাচ্চা। তুমি কোনও কিছু চিন্তা করবা না। চেষ্টা করো জায়গায় বোলিং করার।-প্রিয়.কম
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে