সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৫:৩০:৪৪

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ: শক্তিশালী দল টাইগাররা

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ: শক্তিশালী দল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: প্রায় বছরখানিক ধরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা থেকে দূরে আছে বাংলাদেশ জাতীয় দল। তবে সব কিছু ঠিক থাকলে ক্রিকেটের এই খরা কাটতে যাচ্ছে খুব শীঘ্রই।

সেপ্টেম্বরের শেষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা। প্রায় বছরখানেক সময় ধরে ক্রিকেট থেকে দূরে থাকার কারণে ইংলিশদের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান নুরুল আবেদিন নোবেল।

অন্যদিকে এই সিরিজে রুট-মরগানদের চেয়ে স্বাগতিক বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন বর্তমান হাই-পারফরমেন্স কোচ ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ নোবেল। তিনি জানান,

‘বাংলাদেশ দল এখন সম্পূর্ণ অন্যরকম। টেস্টের কথাই বলি। পাকিস্তানের সঙ্গে আমরা ভীষণ দাপট দেখিয়ে সিরিজ ড্র করলাম। দক্ষিণ আফ্রিকার অবস্থাও খারাপ করে দিয়েছি।

আমাদের এই উপমাহাদেশে যখন ইংল্যান্ড আসবে ফেভারিট আমরাই থাকবো। তাদের ওখানে তারা যাই করুক, আমাদের ছেলেদের যে পারফরমেন্স ও আত্মবিশ্বাস তাতে আমরাই কিন্তু আপার হ্যান্ডে।’

এর আগে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মাশরাফি-সাকিবরা।

বিশ্বকাপ শেষে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোকে হারিয়েছে বাংলাদেশ। নোবেলের মতে, মাশরাফি, সাকিবরা যদি এই ধারাবাহিকতা ইংল্যান্ডের বিপক্ষে ধরে রাখতে পারে তাহলে ইংলিশদের চেয়ে অনেকখানি এগিয়ে থাকবে স্বাগতিকরা।

শুধু ইংল্যান্ডই নয়, নোবেল মনে করেন বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো অন্যতম দাবিদার। তিনি বলেন,

‘আমারতো মনে হয় কোনো এক সময় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমরা এমনই এক দল যারা যে কোনো ম্যাচে যে কোনো কিছু করে বসতে পারি। হেরেই চলছি এমন দিন পার হয়ে গেছে। এক বা দুটি বছর খারাপ করার পর আমরা আবার ফিরেছি। আমাদের দল সামনেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।’
০৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে