সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৫:৫২:২৩

‘টাইগারদের মুখোমুখি হবে বিধ্বস্ত ইংল্যান্ড’

‘টাইগারদের মুখোমুখি হবে বিধ্বস্ত ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক : তিন মাসের মধ্যে সাতটি টেস্ট ম্যাচ খেলছে ইংল্যান্ড, ওরা থাকবে বিধ্বস্ত। টেস্টের পর আবার ওয়ানডে সিরিজও আছে। ওরা কি ওদের সেরা ক্রিকেটারদের নিয়ে আসতে পারবে? আমাদের এখানে সফরের পর ভারতে ৫ টেস্ট খেলতে যাবে ওরা। চাইলে এটিকে যে কোনো ভাবে দেখা যায়। কিন্তু প্রথম ম্যাচের আগে আমাদের ছেলেরা পুরোপুরি প্রস্তুত থাকবে। এটিকে আমাদের দেখতে হবে সুবিধা হিসেবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এসব কথা বলেছেন।


তিনি আরও বলেছেন, দীর্ঘ বিরতিটা সমস্যা হিসেবে না দেখে, দেখতে হবে সুবিধা হিসেবে। সিরিজ শুরুর আগে এখনও দুই মাস সময় পাচ্ছি আমরা প্রস্তুতির জন্য। চাইলে সবকিছুই করা যায় এই সময়ে। বোলারদের একদম সুনির্দিষ্ট কর্মভার ঠিক করে দেওয়া যায়। যেসব বোলারদের মুখোমুখি হবে আমাদের ব্যাটসম্যানরা, সেসব নিয়ে কাজ করা যায়। তরতাজা ও ক্ষুধার্ত হয়ে ওঠা যায়।

প্রসঙ্গত, ছুটি শেষে গত শুক্রবার বাংলাদেশে ফিরেছেন হ্যালসল। ইংল্যান্ডের বাংলাদেশে আসার কথা আগামী ৩০ সেপ্টেম্বর। ৭ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা সিরিজ।
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে