স্পোর্টস ডেস্ক : অপেক্ষাটা চলছে দশ দিন ধরেই। একে একে গ্রানাডা, অ্যাথলেটিক বিলবাও আর মালাগা ম্যাচ চলে গেল; রোনালদো গোল পেলেন না একটিতেও। রাউলকে টপকে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটাও তাই সি আর সেভেনের হচ্ছে হচ্ছে করেও এখন পর্যন্ত হয়ে ওঠেনি। মালমোর বিপক্ষে আজ চ্যাম্পিয়ন্স লীগের খেলায় আরেকটি সুযোগ পাচ্ছেন রোনালদো। টানা তিন ম্যাচে গোলখরা কাটাতে দরকার এক গোল, রাউলকে ছাড়াতে দরকার হ্যাটট্রিক।
ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোল করেছিলেন অস্ট্রিয়ার যোসেফ বাইকান। তিনি মাত্র ৯১৮ ম্যাচ খেলে করেছিলেন ১৪৬৮ গোল। তার এই রেকর্ড এমনকি পেলের মতো কিংবদন্তিরাও স্পর্শ করতে পারেননি। তবে আর্থার ফ্রেডরিক (১৩২৯) আর পেলেরা (১২৮৪) বাইকানের কাছাকাছি পৌঁছেছিলেন। আধুনিক ফুটবলারদের মধ্যে রোমারিও করেছিলেন ৯২৩ গোল। বাকিদের গোলসংখ্যা এতই কম যে তালিকায়ও স্থান পায়নি।
তবে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ক্ষুধা এতই বেশি যে অদূর ভবিষ্যতে তিনি হয়তো রোমারিওর পাশে স্থান নিতে পারেন। অবশ্য রোমারিওর রেকর্ড বহুদূর। তার আগে ক্রিস্টিয়ানো রোনালদো ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চান। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রিয়াল মাদ্রিদ যাচ্ছে সুইডেন। সুইডিশ ক্লাব ম্যালমোর বিপক্ষেই রেকর্ডটা করতে চান পর্তুগিজ তারকা। ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৭৫২ ম্যাচে ৪৯৯ গোল করেছেন রোনালদো। আজই ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারেন তিনি।
রিয়ালের হয়ে ৩২১ গোল করা রোনালদো এরই মধ্যে অবশ্য চ্যাম্পিয়ন্স লীগে ৮০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে রোনালদো আর তার দলের দেখা অবশ্য এই প্রথম। তবে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সাত ম্যাচ খেলে ছয়বারই হারের মুখ দেখা মালমোর বিপক্ষে গোলখরা কাটানোর আশা করতেই পারেন রোনালদো। 'এ' গ্রুপের অন্য খেলায় ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন।
পিএসজি এবং রিয়াল দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। 'বি' গ্রুপে শূন্য হাতে থাকা ম্যানইউ আজ ওল্ড ট্র্যাফোর্ডে আতিথেয়তা দেবে জার্মান ক্লাব উল্ফসবার্গকে। আরেক ইংলিশ জায়ান্ট ম্যানসিটিও খেলবে বুন্দেসলীগার বরুশিয়া মনচেনগ্গ্নাডবাখের বিপক্ষে। প্রথম ম্যাচে জুভেন্তাসের কাছে হেরে যাওয়া সিটিজেনরা এখন পর্যন্ত পয়েন্টশূন্য।
তবে 'ডি' গ্রুপের আসল লড়াইটা হবে জুভেন্তাস-সেভিয়ার মধ্যে। দুই দলের ঝুলিতেই আছে ৩ পয়েন্ট করে। প্রথম ম্যাচ জিতে নিয়ে মুখোমুখি হচ্ছে 'সি' গ্রুপের অ্যাথলেটিকো মাদ্রিদ ও বেনফিকা। এ ছাড়া অন্য একটি ম্যাচে নেদারল্যান্ডসের পিএসভি খেলবে রাশিয়ার সিএসকেএ মস্কোর বিপক্ষে।
৩০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে