সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৬:১০:৩৭

অলিম্পিকে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাঙালি মেয়ে দীপা

অলিম্পিকে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন বাঙালি মেয়ে দীপা

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে নতুন ইতিহাস গড়লেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। প্রথম বাঙালি হিসেবে জিমন্যাস্টিকের কোনও বিভাগে মূলপর্বে পৌছলেন ত্রিপুরার এই মেয়ে।

অর্জনটা এর থেকেও বড় কারণ শুধু বাঙালি নয়, কোনো ভারতীয় এই কাজ আগে করতে পারেননি। নিজের তেইশতম জন্মদিনের আগের দিনই রিও অলিম্পিকে ভল্ট বিভাগে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন দীপা।
 
সবুজ-সাদা চকচকে ড্রেসে রিও এরিনায় যখন দৌড়চ্ছেন ত্রিপুরার বাঙালি মেয়েটা। তখনও কেউ ভাবেনি বাঙালিদের ইতিহাসে অলিম্পিকে সবচেয়ে উঁচু লাফ দিতে যাচ্ছেন তিনি। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠলেন তিনি।
 
৯৩ জন প্রতিযোগীর মধ্যে ভল্ট ইভেন্টে আট জনের ফাইনাল যাওয়ার কথা ছিল। প্রথম বার অলিম্পিকে এসে আপাতকঠিন সেই লক্ষ্যভেদ তো করলেনই।

এর আগে কোনও ভারতীয় নারী জিমন্যাস্ট অলিম্পিকে যাওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি। বাছাই পর্বে ১৪ দশমিক ৮৫ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান পেয়ে মূলপর্বে পৌছেছেন দীপা।

১৪ আগস্ট বাংলাদেশ সময় রাত পৌনে বারটায় ফাইনালে নামছেন দীপা কর্মকার। তবে ভল্ট বিভাগে দুর্দান্ত পারফরম করলেও আন ইভেন বার, ব্যালেন্সিং বিম, ফ্লোর এক্সারসাইজে দীপা মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারেননি।
০৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে