সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৬:৩৫:৩৩

অলিম্পিকে ক্রিকেট না থাকার ৬টি কারণ

অলিম্পিকে ক্রিকেট না থাকার ৬টি কারণ

স্পোর্টস ডেস্ক : ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় অলিম্পিককে। ব্রাজিলে চলমান আসরেও তিনশোর বেশি ইভেন্টে ২৮ ধরনের খেলা রয়েছে। দীর্ঘ ১১২ বছর পর এবার ভাবে সংযোজিত হয়েছে গলফ। রাগবি সেভেনও যোগ হয়েছে এবার। বৈশ্বিক এমন একটি আসরে নেই ক্রিকেট! ক্রিকেট এমন একটি খেলা যার জনপ্রিয়তা নিয়ে মাঝে মধ্যে ফুটবলের সঙ্গে তুলনা করা হয়। প্রায় একশো কোটি মানুষ ক্রিকেট-প্রেমে বুঁদ হয়ে থাকেন। কিন্তু ভৌগোলিক বিচারে এই জনপ্রিয়তা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্বের দরবারে ক্রিকেটের সমাদর সে ভাবে নেই।

অলিম্পিকে ক্রিকেট না থাকার কারণগুলো:

১) অন্যান্য স্পোর্টসের তুলনায় ক্রিকেট অনেক বেশ বিজ্ঞানসম্মত খেলা বলে পরিচিত। বিশেষ করে অলিম্পিক্স আয়োজক দেশের পক্ষে আদর্শ পিচ তৈরি করা কঠিন হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২) ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম ও মাঠের প্রয়োজন, যেটা আয়োজক দেশের ক্ষেত্রে ব্যয়সাপেক্ষ হতে পারে বলে মনে করা হয়।

৩) বিভিন্ন স্পোর্টস এক স্টেডিয়ামে হয়ে থাকে সাময়িক প্রস্তুত্তি নিয়েই। কিন্তু ক্রিকেট ম্যাচের জন্য স্টেডিয়াম, পিচ, মাঠ ও নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতি দরকার পরে অনেক আগে থেকে।

৪)এখন ক্রিকেট তিনটি ফরম্যাটে খেলা হয়ে থাকে। টি-২০ ফরম্যাট আসার আগে ওয়ান ডে কিংবা টেস্ট যে কোনও খেলার থেকে বেশি সময় ধরে হয়ে থাকে। এটি একটি কারণ বলে মনে করা হত। কিন্তু টি-২০ ফরম্যাট আসার পর অলিম্পিক্স ক্রিকেট নিয়ে ফের আলোচনা শুরু হয়।

৫)অলিম্পিক্স ইভেন্ট সাধারণত অগস্ট মাস থেকে শুরু হয়। এখানেই বিপত্তি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের। তাদের মরসুম এ সময় থেকেই শুরু হয়। ইংল্যান্ডের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিতে চায়।

৬)অলিম্পিক্সে ক্রিকেট খেলা হলে ক্ষতির মুখে পড়তে পারে আন্তজার্তিক অলিম্পিক্স কমিটি। কারণ? সমীক্ষা বলছে, সাধারণত এশিয়া মহাদেশের মধ্যে বড় ক্রিকেট ম্যাচ হলেই ভিউয়ারশিপ বেশি থাকে। তা ছাড়া অলিম্পিক্সে যদি এ দল বা বি দল পাঠায় কোনও দেশ তা হলে টেলিভিশন দর্শকও অনেকখানি কমে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রথম বার এবং শেষ বার অলিম্পিক্সে ক্রিকেট খেলা হয়েছিল ১৯০০ সালে। গ্রেট ব্রিটেন ১৫৮ রানে ফ্রান্সকে হারিয়ে সোনা জেতে। কিন্তু তার পর থেকে অলিম্পিক্স বাদ যায়। তবে, আইসিসি-র উদ্যোগের থেকে বিসিসিআই ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যদি বেশি উত্সাহ দেখায়, তা হলেই পরবর্তী কালে অলিম্পিক্সে ক্রিকেটকে দেখা যেতে পারে।
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে