সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৭:৪৭:২১

টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব

টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব

স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার ক্যারিবিয়ান টি-টুয়েন্টি লীগের ফাইনালে দুই উইকেট তুলে নিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব।

সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছে জ্যামাইকা। গায়ানার বিপক্ষে ফাইনালে নিজের চতুর্থ ওভারে দ্বিতীয় শিকার হিসেবে জেসন মোহাম্মাদের উইকেট তুলে নেন সাকিব।

সেই সাথে টি-টুয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ক্যারিবিয়ান অফ স্পিনার সুনীল নারিনকে ছাড়িয়ে যান নারিনের কেকেআর সতীর্থ সাকিব আল হাসান।

সাকিবের পাশাপাশি টি-টুয়েন্টি ক্রিকেটে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আরও আছেন শহীদ আফ্রিদি, রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলাররা।

চলুন দেখে নেই টি-টুয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাটি…

১। সাকিব আল হাসান (বাংলাদেশ) – বিশ্বজুড়ে বিভিন্ন টি-টুয়েন্টি লীগ মাতিয়ে বেড়ানো এই অলরাউন্ডার এখন পর্যন্ত মোট টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২০৯টি। ২০৯ টি- টুয়েন্টি ম্যাচে ২০.৫৪ বোলিং গড়ে ৬.৭৫ ইকনোমি রেটে মোট উইকেট শিকার করেছেন ২৪২টি।

২। সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) – সাকিবের চেয়ে এক উইকেটে পিছিয়ে থেকে তালিকার দুই নম্বর স্থানে আছেন ক্যারিবিয় স্পিনার সুনীল নারিন। এখন পর্যন্ত ১৯১ ম্যাচে উইকেট শিকার করেছেন ২৪১টি।  নারিনের বোলিং গড় ১৭.০৮ ও ইকনোমি রেট ৫.৬২।

৩। সাঈদ আজমল (পাকিস্তান) – তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানী অফ স্পিনার সাঈদ আজমল। ১৭৫ টি- টুয়েন্টি ম্যাচে আজমল ১৭.৪৯ গড়ে ৬.৪৫ ইকনোমি রেটে মোট ২৪০টি উইকেট শিকার করেছেন।

৪। শহীদ আফ্রিদি (পাকিস্তান) – আজমলের পরেই রয়েছেন তারই স্বদেশী লেগ স্পিনার শহীদ আফ্রিদি। বিশ্বজুড়ে টি টুয়েন্টি লীগে খেলে বেড়ানো আফ্রিদি ২২৩ টি- টুয়েন্টি ম্যাচে শিকার করেছেন ২৩৯টি। এছাড়াও আফ্রিদির বোলিং গড় ২২.৩০ এবং ইকনোমি রেট ৬.৬৩।

৫। রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ১৯৩ টি- টুয়েন্টি ম্যাচে ২৩.৩১ গড় ও ৬.৭৪ ইকনোমি রেটে অশ্বিনের মোট শিকার ১৯৮ উইকেট।
০৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে