সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৮:৩৮:৪৮

জানেন, চলমান অলিম্পিক গেমসে সবচেয়ে কম বয়সী কে এই সুন্দরী মেয়েটি?

জানেন, চলমান অলিম্পিক গেমসে সবচেয়ে কম বয়সী কে এই সুন্দরী মেয়েটি?

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৩ বছরেই রিও অলিম্পিকে অংশ গ্রহন করেছেন। পেয়েছেনও এবারের অলিম্পিকের সবচেয়ে কম বয়সী সুন্দরী মেয়ের খিতাব। চলমান গেমসে মেয়েদের  ১০০ মিটার ব্যাকস্ট্রোক-এ অংশগ্রহণ করে প্রথম স্থানও অধিকার করেন মেয়েটি।

১৩ বছরের গৌরিকা সিংহ নামক এই মেয়েটির সময় লেগেছে মাত্র ১:০৮:৪৫ মিনিট। 'বারনেট কোপথাল ক্লাব'-এর পক্ষে খেলেন গৌরিকা। জন্মসূত্রে নেপালি গৌরিকা এর আগেও বেশ কয়েকবার জাতীয় রেকর্ড ভেঙেছেন।

২০১৬ সালের সাউথ এশিয়ান গেমস-এ একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ জেতেন। খুব অল্প বয়স থেকেই গৌরিকা তাঁর সাঁতারের কেরিয়ার শুরু করেছিলেন।  

কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, গত বছর নেপালের ভয়াবহ ভুমিকম্পের অভিজ্ঞতা হয়েছিল গৌরিকার, যা আজও তাঁর মনে অমলীন। গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য যখন তিনি তাঁর বাসভূমি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন বলে স্থির করেন, ঠিক তখনই ভুমিকম্পের কবলে পড়েন এবং তাঁর মা এবং বোন তাঁকে উদ্ধার করেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, কাঠমান্ডুর একটি বিল্ডিং-এর পাঁচতলায় আটকে পড়েছিলাম। সৌভাগ্যবশত বিল্ডিংটি নতুন থাকায় আর পাঁচটি বিল্ডিং-এর মতো ভেঙে পড়েনি।

এই রকম বিধ্বংসী ভুমিকম্পের অভিজ্ঞতা থেকে তিনি স্থির করেন, তাঁর সমস্ত জয় তিনি উৎসর্গ করতে চান তাঁর বাবার বন্ধুর চ্যারিটিতে। বর্তমানে তিনি ‘শান্তি এডুকেশন ইনিশিয়েটিভ নেপাল’(এসইআইএন)-এর গুডউইলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।

গৌরিকার বাবা তাঁর মেয়ের জন্য গর্ব বোধ করছেন এবং বলেছেন, আমার মেয়ে স্পেশাল। এটা অবিশ্বাস্য যে এত অল্প বয়সে ও রিও অলিম্পিকসে অংশ নিয়েছে।
০৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে