সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৯:০০:১৫

টাইগারদের দূর্বলতার কথা জানালেন আকিব

টাইগারদের দূর্বলতার কথা জানালেন আকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং পরামর্শক হিসেবে এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার আকিব জাভেদ। কাজ করেছেন এইচপি ও জাতীয় দলের পেসারদের সঙ্গে।

দেশে ফেরার আগে মিরপুরের একাডেমি ভবনে দেওয়া বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই পেসার অনেক বিষয় নিয়েই কথা বলেন। এই সময় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি দূর্বলতার কথাও জানিয়ে গেলেন।

এই সময় একটি প্রশ্নের জবাবে বলেন আকিব জাভেদ বলেন, মাশরাফি ১৩(প্রায় ১৫) বছর ধরে খেলছে। তবে গত কিছুদিনে বাংলাদেশের পেস অগ্রগতিটা হচ্ছে রুবেল-তাসকিন-মুস্তাফিজকে ঘিরে। এরা তিনজন বাংলাদেশের বোলিং আক্রমণকে সামনে এগিয়ে নিচ্ছে। মাশরাফি তার ভূমিকা পালন করছে। সে হয়তো এই তিন বোলারের আদর্শ। তবে রুবেল-তাসকিন-মুস্তাফিজ অনুপ্রাণিত করতে পারে লাখো তরুণকে।

এ ব্যাপারে তিন আরো বলেন, যে তিন বোলারের কথা বলেছি, এরা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলিংকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। তবে বাংলাদেশ ভালো মানের লেগ স্পিনারের অভাব আছে। যদি ওই তিন ফাস্ট বোলারের সঙ্গে একজন ভালো লেগ স্পিনার যোগ হয়, বাংলাদেশ যেকোনো দলকেই হারাতে পারবে।
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে