বুধবার, ১৫ মে, ২০১৯, ০২:৫৩:৪৮

‘নারীকে সম্মান করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’

‘নারীকে সম্মান করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’

ভৈরব (কিশোরগঞ্জ) : সাম্প্রতিক বছরগুলোতে গণপরিবহনে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর সে বিষয়ে সচেতনতা বাড়াতেই ‘নারীকে সম্মান করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’ শীর্ষক স্লোগান নিয়ে ক্যাম্পেইন চালিয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী টার্মিনাল, বাসস্ট্যান্ড ও দুর্জয় মোড় এলাকায় নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিরুদ্ধে বাস, সিএনজি, অটোরিকশাসহ ছোট বড় সকল যানবাহনে নিজের মোবাইল নম্বরসহ গণসচেতনতামূলক স্টিকার লাগান ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন।

এ কর্মসূচির আওতায় ভৈরব উপজেলাস্থ যে কোনো পথে যে কোনো পরিবহনে চলাচলের সময় নারী নির্যাতন ও যৌন হয়রানি রোধে জরুরি সেবা পেতে ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ‘০১৭৬৬২৫৪৮৮২’এবং নারী নির্যাতন বিরোধী স্লোগান সংবলিত এক হাজার স্টিকার লাগানো হয়। যাতে জরুরি অবস্থায় কোনো নারী দ্রুত সহায়তা পেতে পারেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে