শনিবার, ০৬ নভেম্বর, ২০২১, ০৯:০৬:০২

সাড়ে ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৩ কোটি ৭ লাখ টাকা ও এক কেজি স্বর্ণ

সাড়ে ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৩ কোটি ৭ লাখ টাকা ও এক কেজি স্বর্ণ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার মিলেছে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা।শনিবার দিনব্যাপী গণনা করে মসজিদের দানবাক্সে পাওয়া যায় এ টাকা। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নগদ টাকা ছাড়াও প্রায় এক কেজি স্বর্ণালংকার ও ১১টি দেশের মুদ্রা পাওয়া গেছে।এবার প্রায় সাড়ে চার মাস পর খোলা হয় ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার সকাল ৯টা থেকে গণনা শুরু হয়ে চলে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত। 

গণনায় অংশ নেন ২৩১ জন কর্মী। তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১২৭ জন ছাত্র, পাগলা মসজিদ ও মাদ্রাসার ৩৪ জন কর্মচারী, ১০ জন সশ'স্ত্র আনসার ও রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। 

প্রথমে ৮টি সিন্দুকের টাকা কয়েকটি বড় বস্তায় ভরা হয়। পরে মসজিদের মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে