শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ০৫:১০:৫৭

মায়ের ইচ্ছে পূরণে ৫ কি.মি দূরত্বে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন সানজিদ

মায়ের ইচ্ছে পূরণে ৫ কি.মি দূরত্বে হেলিকপ্টারে বিয়ে করতে গেলেন সানজিদ

এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জে মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে গেলেন মাহমুদ হাসান সানজিদ নামে এক যুবক। মাত্র ৫ কিলোমিটার দূরত্ব হলেও মায়ের ইচ্ছাকে সম্মান জানাতে বরযাত্রা হলো আকাশপথে।

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার মরহুম আলহাজ্ব মাহতাব উদ্দিন ও মোছা. রেহেনা আক্তারের একমাত্র ছেলে সানজিদের বিয়ে ঠিক হয় একই শহরের গাইটাল এলাকার মো. জালাল উদ্দিন ও মোছা. লতিফা বেগমের একমাত্র মেয়ে লামিয়া সুলতানা তোরার সঙ্গে।

স্থানীয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকট শব্দে হঠাৎ করে অবতরণ করে একটি হেলিকপ্টার। হেলিকপ্টার নামার খবর শুনে আশপাশের শত শত মানুষ সেখানে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে করে বর সানজিদ ও তার স্বজনরা মাঠে উপস্থিত হন। এরপর সবাই মিলে হেলিকপ্টারে চড়ে বসেন বরযাত্রায়।

মাত্র কয়েক মিনিটের যাত্রায় হেলিকপ্টারটি পৌছায় গাইটাল এলাকার সিটি কনভেনশন হলের ছাদে, যেখানে কনের বাসা অবস্থিত। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ ও কৌতূহল। বর-কনে দু’পক্ষের পরিবার ছাড়াও স্থানীয়রাও এই ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি।

বর সানজিদ বলেন, ‘আমার বাবা জীবিত নেই, কিন্তু মা জীবনের শুরু থেকেই স্বপ্ন দেখতেন, আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। আমি চেয়েছি সেই ইচ্ছাটা পূরণ করতে। তাই এই আয়োজন করেছি। এতে আমারও আনন্দ কয়েক গুণ বেড়ে গেছে।’

কনে লামিয়া সুলতানা তোরাও বলেন, ‘আমি খুবই খুশি। আমার বর হেলিকপ্টারে করে এসেছে— এটা আমার জীবনের এক অসাধারণ মুহূর্ত।’

হেলিকপ্টারটি ভাড়া করা হয় একটি বেসরকারি কোম্পানি থেকে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে যাত্রাটি শেষ হলেও ভাড়া গুণতে হয়েছে প্রায় দেড় লাখ টাকা।

হেলিকপ্টারে বরযাত্রা— এই ব্যতিক্রমী আয়োজন এখন কিশোরগঞ্জ শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মায়ের স্বপ্নপূরণে সন্তানের এমন ভালোবাসা অনেকের চোখে জল এনে দিয়েছে।
  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে