শনিবার, ০৯ জুলাই, ২০১৬, ০৯:৫৯:৩৩

শোলাকিয়ার ঘটনায় মামলা, প্রধান আসামি সেই সাইফুল

শোলাকিয়ার ঘটনায় মামলা, প্রধান আসামি সেই সাইফুল

কিশোরগঞ্জ : শোলাকিয়ায় ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৩ (০৮-৯৭-২০১৬)। শুক্রবার রাতে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিষয়টি জানান, মামলাটি দায়ের করা হয়ে সন্ত্রাস বিরোধী আইন/০৯ (সংশোধনী)/১৩ এর ৬ (২)/ ৮/৯/১০/১২/১৩’ ধারায়। এতে নিহত আবির এবং আটক দু’জনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে আজিমুদ্দিন হাইস্কুলের কাছে পুলিশের তল্লাশি পয়েন্টে হামলা চালায় একদল সন্ত্রাসী। ওই সময় তাদের ছোড়া হাত বোমার বিস্ফোরণে নিহত হন জহিরুল ইসলাম ও আনসারুল নামে দুই পুলিশ কনস্টেবল। এছাড়াও ওই হামলায় এক সন্ত্রাসী ও একজন গৃহবধূ প্রাণ হারায়।

ওই ঘটনায় আটক হয়ে র‌্যাবের হেফাজতে থাকা সাইফুল ইসলাম ওরফে শফিকুল ইসলাম ওরফে মুক্তাদিরকে (২৩) প্রধান আসামি করা হয়েছে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাটে জনৈক আবদুল হাইয়ের পুত্র।

মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে জাহিদুল ওরফে তানিমকে। তার বাবার নাম আবদুস সাত্তার, তিনি কিশোরগঞ্জের পশ্চিম তারাপাশার বাসিন্দা।

মামলার তৃতীয় আসামি আবির রহমান। তিনি কুমিল্লা দেবীদ্বার ত্রিবিদ্যার অধিবাসী। পুলিশের সঙ্গে গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে