সোমবার, ১১ জুলাই, ২০১৬, ১১:২০:০১

জঙ্গি আবীরের জানাজায় মাত্র একজন লোক

 জঙ্গি আবীরের জানাজায় মাত্র একজন লোক

কিশোরগঞ্জ : লাশ নেয়নি তার পরিবার।  আবীরকে কিশোরগঞ্জেই দাফন করা হয়।  ঈদের সকালে শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে হামলার সময় নিহত ‘জঙ্গি’ আবীর রহমানের লাশ কিশোরগঞ্জে দাফন করা হয়েছে।  তার নামাজে জানাজাতেও ছিল না কেউ।
 
সোমবার সন্ধ্যায় পুলিশ পাহারায় জেলা শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান।
 
বৃহস্পতিবার ঈদের দিন শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলির পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবীরের (২২) লাশ পাওয়া যায়।

এরপর তাকে অন্যতম হামলাকারী হিসেবে চিহ্নিত করে পুলিশ।  সন্ত্রাসবিরোধী আইনের করা মামলায় তাকেও আসামি করা হয়েছে।  

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে আবীরদের বাসা।  তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।  তিনি চার মাস ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
 
শোলাকিয়ায় হামলার ছয় দিন আগে ঢাকার গুলশানে হামলাকারী হিসেবে শনাক্ত তিন যুবকও আবীরের মতো নিখোঁজ ছিলেন বলে তাদের পরিবারের ভাষ্য।  

এরপর নিহতের আগের দিন গত ৬ জুলাই আবীরের বাবা সিরাজুল ইসলাম ছেলে নিখোঁজের বিষয়ে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন।

নিহতের পর আবীরের লাশ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ছিল।
 
ওসি মীর মোশারফ হোসেন বলেন, পরিবারের সদস্যরা আবীর রহমানের লাশ নিতে না চাওয়ার কারণে তাকে কিশোরগঞ্জেই দাফন করার সিদ্ধান্ত হয়।
১১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে