সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩৯:১৪

বিস্ফোরণের ১৩ দিন পর দগ্ধ সেই ছাত্রী মারা গেছে

বিস্ফোরণের ১৩ দিন পর দগ্ধ সেই ছাত্রী মারা গেছে

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাশের একটি ছাত্রী নিবাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কুবি ছাত্রী ফাহমিদা হাসান নিসা ১৩ দিন পর মারা গেছে।

রবিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যায় বলে জানান কুবি রেজিস্ট্রার মো.মুজিবুর রহমান।

নিসা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ২য় বর্ষের ছাত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের আবুল হাসানের মেয়ে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকার মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ ভবনের হেভেন নামের একটি ছাত্রী নিবাসে রহস্যজনক বিস্ফোরণে ছাত্রী ফাহমিদা হাসান নিসার শ্বাসনালীসহ তার শরীরের ৪৫ ভাগ দগ্ধ হয়। এরপর ইসলামী ছাত্রী সংস্থার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৪ আগস্ট সদর কুমিল্লা দক্ষিণ মডেল থানায় নিসাসহ ৬ ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
০৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে