শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪৪:৩০

এবার মহিলার চোখে লবন-মরিচের গুঁড়ো দিয়ে নির্যাতন

এবার মহিলার চোখে লবন-মরিচের গুঁড়ো দিয়ে নির্যাতন

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার ব্রাহ্মণ চাপিতলা গ্রামে সুফিয়া বেগম (৪৫) নামের এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চোখে লবণ ও মরিচের গুঁড়ো দিয়েও পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সুফিয়া বেগম ব্রাহ্মণ চাপিতলা গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী। ঘটনায় স্থানীয় পুলিশ শুক্রবার অভিযুক্ত দুজনকে আটক করেছে।

সূত্র জানায়, ফেসবুকের মাধ্যমে জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার এসআই মাহমুদুল হাসান রুবেল অভিযুক্ত সেলিমের মা কোহিনুর বেগম (৪২) ও ছোট ভাই জীবনকে (১৬) আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির আরশ মিয়ার ছেলে সেলিমসহ পরিবারের লোকজন সুফিয়াকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। ঘটনার বিষয়টি জানতে পেরে তদন্ত করে দুজনকে আটক করা হয়েছে। সুফিয়া বেগম পাশের হোমনা উপজেলায় বাবার বাড়িতে রয়েছেন। তার জন্য খবর পাঠানো হয়েছে। তিনি এলে মামলা নেওয়া হবে।
১০ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে