সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৯:২৮

ঈদগাহে নামাজ পড়া নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ঈদগাহে নামাজ পড়া নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক: আগামীকাল অনুষ্ঠিতব্য ঈদের জামাতকে কেন্দ্র করে জাতির জনক বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমদ প্রতিষ্ঠিত কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া ঈদগাহ ময়দানে  চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আজ সোমবার থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, খন্দকার কবির উদ্দিন শাহী ঈদগাহ মাঠে নামাজ পড়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজ দশপাড়া গ্রামবাসী এবং জায়গীর গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্দুকের ফাঁকা আওয়াজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।
১২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে