সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৮:৫১:০৫

কুমিল্লায় ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেফতার

কুমিল্লায় ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা গ্রেফতার

কুমিল্লা : কুমিল্লায় ঘুষ নেওয়ার অভিযোগে আল-মামুন নামে এক ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আল মামুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের মৃত মো. ফজর আলীর ছেলে।

দুদক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে আল-মামুন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমা-খারিজের নামে ৩ লাখ ৭৫ টাকা ঘুষ নেন।

দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ওই অভিযোগে তিনি বাদী হয়ে আল-মামুনের বিরুদ্ধে চলতি বছরের গত ১৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করেন। ওই মামলায় রবিবার তাকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। -বাংলা ট্রি্বিউন।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে