মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০১:১১:০৫

গৃহবধূ, তরুণ ও শ্রমিক খুন

গৃহবধূ, তরুণ ও শ্রমিক খুন

নিউজ ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এক তরুণকে হত্যা করেছে। সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়া পাথরকোয়ারির এক শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট উপজেলার পরিকোট গ্রামের ইব্রাহিমের ছেলে মনির হোসেনের স্ত্রী তানিয়া আক্তার (২১), ভালুকা উপজেলার খুজিবাড়ী এলাকার রেজাউল করিম ওরফে রাজিব (২৫) ও কোম্পানীগঞ্জের লামা গ্রামের জামালউদ্দিন (৩০)।

কুমিল্লা: নাঙ্গলকোট উপজেলার পরিকোট গ্রামের তিনজন ব্যক্তি জানান, পরিকোট গ্রামের আবদুল মমিনের মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে চার মাস আগে শিবপুর গ্রামের হায়াতুন নবীর ছেলে রাসেল আহম্মদের বিয়ে হয়। গত রোববার রাত সাতটায় রাসেল আহম্মেদসহ শ্বশুরবাড়ির লোকজন তানিয়ার লাশ একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর বাবার বাড়ি পরিকোট গ্রামের সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রাতে সেখানে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গতকাল সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়। এ ঘটনায় তানিয়ার শ্বশুর হায়াতুন নবী নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে তানিয়া বিষপানে আত্মহত্যা করেছেন বলে তিনি উল্লেখ করেন। তবে তানিয়ার মা সালেহা বেগম দাবি করছেন, ‘তানিয়াকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে হায়াতুন নবী দাবি করেন, ‘বিষপানে তানিয়া আত্মহত্যা করেছে। এ ক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই।’ নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, ‘মেয়ের পরিবারের দাবি, হত্যা করা হয়েছে। আর ছেলেপক্ষ বলছে, বিষপানে আত্মহত্যা করেছে। যেহেতু বিষয়টি রহস্যজনক, তাই তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

ময়মনসিংহ: ভালুকা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত আটটার দিকে উপজেলা সদরের খুজিবাড়ী এলাকার আব্দুল মতিনের ছেলে রেজাউলের সঙ্গে তাঁর এক বন্ধুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু রেজাউলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে রেজাউলের দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ভালুকা থানার ওসি মামুন অর রশিদ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেট: পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে উৎমাছড়া পাথরকোয়ারির কাছে জামালউদ্দিনের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম বলেন, সকালে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।-প্রথম আলো

২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে