শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৫:৩১

ঈদে মহাসড়কে ভারী যান চলবে না : সেতুমন্ত্রী

ঈদে মহাসড়কে ভারী যান চলবে না : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগে এবং পরেসহ মোট তিনদিন রাস্তায় কোনো ধরনের ভারী যান চলাচল করবে না বলে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ভারী যান চলাচল সম্পর্কে বলতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গার্মেন্ট সামগ্রী, পঁচনশীল পণ্য, ঔষধবাহী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

শনিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে শহীদ নগর ও জিংলাতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের দুটি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, পুলিশ-র‌্যাব ও কমিউনিটি পুলিশ মন্ত্রনালয়ের মনিটরিং টিম সাড়া দেশে শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। সড়ক পথ সচল ও নিরাপদ রাখতে যথাযত ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু ঈদেই নয় জনগনের সচেতনতার জন্য মনিটরিং টিম সাড়া বছর কাজ করবে বলেও মন্ত্রী ঘোষণা করেন।

এসময় চালকদের উদ্দেশ্যে মন্ত্রী অনুরোধ করে বলেন, আপনার দেখে শুনে ঠান্ডা মাথায় রাস্তায় গাড়ি চালাবেন। বেপরোয়া গাড়ি চালাবেন না। গাড়ির মালিকদের ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় না নামানোর জন্য অনুরোধ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টগুলোকে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া মহাসড়ক থেকে সব বিলবোর্ড সরিয়ে নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।’

এ সময় প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সবুরসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে