কুমিল্লা থেকে : প্রতিটি মুসলিমকে ইসলামের সঠিক নিয়মে চলতে হবে আর এতেই জাগতিক এবং পারলৌকিক মহাশান্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।
রবিবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার স্বল্প পেন্নাই দিঘীরপাড় দাওরায়ে হাদীস কওমী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামের বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করা হলে মুসলমানদের তথা বিশ্বমানবের কোন প্রকার অশান্তি থাকবে না। এ ছাড়াও উক্ত মাদ্রাসার জন্য ঋণ করে যে জায়গা ক্রয় করা হয় এর টাকা-পয়সা যোগান দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান আল্লামা শফি।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম সরকার। পরে তিনি লক্ষ্মীপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের আমন্ত্রণে লক্ষ্মীপুর মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পড়ান।
১২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস