নিউজ ডেস্ক: নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ওই নির্বাচনে দলের মেয়র প্রার্থী হিসেবে মনিরুল হক সাক্কুকে পুনরায় মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই সিদ্ধান্ত নেন।
আজ (রোববার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রত্যায়নপত্র সাক্কুর হাতে তুলে দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ম্যাডাম প্রার্থীর সাক্ষাৎকার নেয়ার পর মনিরুল হক সাক্কুকে পুনরায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন।’
সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন সাক্কু ও কুমিল্লা দক্ষিণের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াসিন। প্রার্থী চূড়ান্ত করতে তাদের দুজনের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
পরে সবার উপস্থিতিতে খালেদা জিয়া সাক্কুকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ইয়াসিনের প্রতি আহ্বান জানান তিনি।
গত নির্বাচনে বিএনপি নেতা সাক্কু দলের সমর্থনে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন। এবার দলীয় প্রতীকে প্রথমবারের মতো কুমিল্লা সিটিতে নির্বাচন হতে যাওয়ায় সাক্কু ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
২৬ ফেব্রুয়ারী ২০১৭/ এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস