কুমিল্লা : সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশে কুমিল্লা শহরে চলছে প্রচারণা। যার যার পছন্দের প্রার্থীকে নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রচারনায় নেমেছেন বিপিএলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার ও পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল এমপির মেয়ে নাফিসা কামাল।
সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়ায় মেয়র প্রার্থী সীমার সাথে গণসংযোগে অংশগ্রহন করেন। পরে একই ওয়ার্ডের রাজাপাড়া, ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ ও কাজীপাড়া, ২১নম্বর ওয়ার্ডের রামনগর ও জাঙ্গালিয়ায় গণসংযোগ করেন। দুপুর ২টায় মেয়র প্রার্থীসহ নাফিসা কামাল দিশাবন্দ, কাজীপাড়া ও জাঙ্গালিয়ায় মোট ৩টি পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় গণজোয়ার সৃষ্টি হয়। বিপুল সংখ্যক মানুষ এ সময় তার সাথে সাথে ছিলেন।
নগরীর জাঙ্গালিয়ার পথসভায় নৌকায় ভোট চেয়ে নাফিসা কামাল বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিশ্বাসী। দেশকে এগিয়ে নিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কুমিল্লাবাসীর প্রতি অনুরোধ জানাই আপনারা প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রাখুন। তাঁর মনোনীত মেয়র প্রার্থী সীমা আপার প্রতি আস্থা রাখুন। কুমিল্লাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাচ্ছি। কারন দেশের উন্নয়নের জন্য যেমনি আ.লীগের বিকল্প নেই, তেমনি কুমিল্লার উন্নয়নের জন্যও সীমা আপার বিকল্প নেই।
এসময় আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, অতীতে আমি ন্যায়-নীতির সঙ্গে দায়িত্ব পালন করেছি। নির্বাচিত হলে সবার জন্য আমার দ্বার উন্মুক্ত থাকবে। কেউ কমিশন নিতে পারবে না। কোন সিন্ডিকেট থাকবে না। আগামী ৩০ মার্চ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো।
গণসংযোগে আরো অংশগ্রহন করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ ওমর ফারুক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সহ-সভাপতি শিউলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আবদুল মুমিন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার, সদর দক্ষিণ উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার প্রমুখ।
২০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস