শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ১২:৫৩:৩৫

কুমিল্লা সিটি নির্বাচনে পরাজয়ের পর যা বললেন সীমা

কুমিল্লা সিটি নির্বাচনে পরাজয়ের পর যা বললেন সীমা

কুমিল্লা থেকে : জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাররা যাকে যোগ্য মনে করেছেন, তিনিই নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নাই বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।

বৃহ্স্পতিবার নির্বাচনি ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচনের ফল মেনে নিয়ে এসব কথা বলেছেন পরাজিত মেয়রপ্রার্থী সীমা।

আওয়ামী লীগ-দলীয় প্রার্থী বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালিয়েছি। নৌকার জয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।’ নিজের পরাজয়ের কারণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর পেছনে কী কারণ আছে, তা কেন্দ্রীয় নেতারা খুঁজে বের করবেন।’

আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘আমি প্রচারবিমুখ মানুষ । জনগণের জন্য কিছু করলেও প্রচারে আসতে চাই না। দলের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোয়ন দিয়ে সারাদেশের মানুষের কাছে পরিচিত করে তুলেছেন। এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমার কোনও কষ্ট নেই। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, কুসিক নির্বাচনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ভোট পেয়েছেন ৫৮ হাজার ২৬১।

৩১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে