কুমিল্লা থেকে: কুমিল্লার কোটবাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানাটি শুক্রবারও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলের চারপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেলা ১১টায় ‘স্ট্রাইক আউট’ অভিযান শুরু হয়েছে। এ রিপোর্ট লেখার সময় গুলির শব্দ শোনা যায়।
সূত্র জানায়, কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন দক্ষিণ বাগমারার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার বিকেল থেকে ঘিরে রাখে পুলিশ। ইতোমধ্যে বোমা ডিসপোজাল টিম, সোয়াদ, কাউন্টার টেরিজম টিম, র্যাব,পুলিশ বাড়ির পাশে অবস্থান করছে।
এছাড়া শুক্রবার সকাল থেকে এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের টিমও অবস্থান করছে। এদিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এক কিলোমিটার দূরে মিডিয়াকর্মীদের আটকে দেয়া হয়েছে। কুমিল্লা সিটি নির্বাচনের আগের দিন এই জঙ্গি আস্তানার খবরে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে ভেতরে একজন জঙ্গি আছে এবং তার কাছে ৬টি শক্তিশালী বোমা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৩১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস