নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পরাজয় সম্পর্কে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন। দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ইতোমধ্যে বলেছেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সীমার পরাজয় হয়েছে। এবার সীমা নিজেই তার পরাজয়ের কারণ বললেন। তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে লিখেছেন।
তিনি লিখেছেন, ‘আমার চাওয়া-পাওয়ার কিচ্ছু নেই। বঙ্গবন্ধুর কন্যা আমাকে মনোনীত করেছিল। নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছিল। এটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন। কুমিল্লার সর্বস্তরের জনগণ আমার পাশেই ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য- আওয়ামী লীগের কিছু ব্যক্তি বিশেষের ষড়যন্ত্রের জন্য আমি শেখ হাসিনার কাছে আজ লজ্জিত।’
তিনি তার ফেসবুক স্ট্যাটাসের শেষে লিখেছেন ‘আমি আপনাদের সীমা। আপনাদের মাঝেই থাকবো। আমার জন্য দোয়া করবেন।’
সীমার এই ফেসবুক স্ট্যাটাসের নিচে মামুন চৌধুরী নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা আছি আপনার সাথে সব সময়।’
আবুল খায়ের নামে আরেক ব্যক্তি মন্তব্য করেছেন ‘আপনি লজ্জিত নন,,,,লজ্জিত তারা যাদের কারণে বঙ্গবন্ধুর নৌকার পরাজয় হয়েছে।।,,,--জাগো নিউজ
৩১ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস