কুমিল্লা থেকে : নাফিসা কামালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি কুচক্রী মহল অপপ্রচার শুরু করেছে। সদ্য সমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালকে নিয়ে কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে জানিয়ে নাফিসা নিজেই।
নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালকিন। নাফিসা কামালের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
‘সবার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। এই পরিচয়ে আমি সব সময় গর্ব বোধ করি। আর সে কারণে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে আঞ্জুম সুলতানা সীমা আপার পক্ষে প্রচারণায় নেমেছিলাম। কিন্তু কুসিক নির্বাচনে নৌকা মার্কার পরাজয় আমাকে ভীষণ রকম ব্যথিত করেছে।’
‘ঠিক এই সময় কিছু কুচক্রীমহল আমার নামে fake আইডি খুলে ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রামে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমার পরিচালিত Komola Shundori NK আর Nafisa Kamal পেজটি ছাড়া আর কোনও ফেসবুক আইডি নেই। এছাড়া আমার কোনও পাবলিক টুইটার, ইনস্টাগ্রাম আইডি নেই। দয়া করে কেউ বিব্রত হবেন না। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।’
উল্লেখ্য, কুসিক নির্বাচন শেষে নাফিসা কামালের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ওই আইডি থেকে একটি মহল বিএনপির বিজয়ী প্রার্থী মনিরুল হক সাক্কুকে অভিন্দন জানিয়েছে। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কুমিল্লা নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়েছে ষড়যন্ত্রকারীরা।
০২ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস