বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৩:৪৬:২৯

ভর্তি আবেদনের সময় বাড়লো কুবিতে

  ভর্তি আবেদনের সময় বাড়লো কুবিতে

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বুধবার জানান কুবির রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার। ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিনি জানান, উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে ১ থেকে ২০ অক্টোবর আবেদনের সময় নির্ধারিত ছিল। মজিবুর রহমান মজুমদার জানান, ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.cou.ac.bd, Help Line: 01557-330381/ 01557-330382) মাধ্যমে জানা যাবে। এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে