কুমিল্লা প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাক্কুর মামলাটি কোনও রাজনৈতিক মামলা নয়। এ বিষয়ে সরকারের কোনও হস্তক্ষেপ নেই। বিষয়টি আদালত ও দুদকের এখতিয়ারে। আমাদেরও দু’একজন এমপির বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।’
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা বিশ্বরোডে ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি ভুলের চোরাবালিতে পা দিয়ে ফাঁদে পড়েছে, এ ফাঁদ থেকে বের হতে অবশ্যই তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এসময় তিনি আরও বলেন, আমি আশা করি গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি যে ভুল করেছিল সে ভুলের পুণরাবৃত্তি আর ঘটাবে না।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বিএনপির সংবিধানসম্মত গণতান্ত্রিক অধিকার, সরকারের তাদের ডেকে আনতে হবে কেন? সদ্য সমাপ্ত আইপিও সম্মেলনের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিএনপি এই সম্মেলন বন্ধ করতে চেয়ে বিভিন্ন রকম চেষ্টা চালিয়েছিল। কিন্তু, বিএনপি না থাকলে দেশে গণতন্ত্র থাকবে না আইপিও সম্মেলন এর পরিচয় বহন করে না। তারা অনেক চেষ্টাই করেছিল এই সম্মেলন যেন ঢাকায় না হতে পারে কিন্তু ১শ’ ৩২টি গণতান্ত্রিক দেশের কেউই এই বিষয়টিতে কর্ণপাত করেনি। এছাড়াও কানাডার একটি আদালত বিএনপির নেতাকে সন্ত্রাসী প্রমাণিত করেছে। আর বিএনপি মানুষ পুড়িয়ে গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করেছে, এই গণতন্ত্র কেউ বিশ্বাস করে না।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় সরকারের কোনও হস্তক্ষেপ নেই। তিনি বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির দুদকের মামলায় ৬ বছরের সাজা হয়েছে। তিনি এখন কারাগারে আছেন। এছাড়াও দুই একজন মন্ত্রীও বিচারের আওতায় আছে তারা আদালতে নিয়মিত হাজির হচ্ছেন। এ বিষয়টি দুদক, বিচার বিভাগ ও আইন মন্ত্রনালয় দেখবে।
মন্ত্রী মহাসড়কের চারলেন প্রকল্পের অধীনে নির্মিত ফুট ওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সড়ক ও জনপথ বিভাগ ও কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চার লেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস