সন্ত্রাসে বিশ্বাসী-ধর্মে ব্যবসায়ী জামায়াত : রেলমন্ত্রী
কুমিল্লা : রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, জামায়াতে ইসলামী চোরাগোপ্তা হামলায় বিশ্বাস করে। এ দল সন্ত্রাসে বিশ্বাসী এবং ধর্ম ব্যবসায়ী।
শুক্রবার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত দিঘী ইউনিয়নের পায়েরখোলায় ১১/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের নাম বিক্রি করেছে এবং তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। আওয়ামী লীগের নেতারা রাতদিন কাজ করে জনগণের পাশে থেকে কোটি কোটি টাকার উন্নয়ন করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে আর খাম্বা দুর্নীতি হয় না।
তিনি বলেন, এ দল ক্ষমতায় এলে সবার বাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হয়। দেশ ও জনগণের উন্নয়ন আওয়ামী লীগের মূল কাজ। এখন আর চৌদ্দগ্রামের সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে সন্ত্রাসীদের আতঙ্কে দিন কাটাতে হয় না।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশের মানুষের সম্পদ লুটপাট হয়।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের পায়েরখোলা এলাকায় ১১/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৩৫ লাখ টাকা।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চেয়ারম্যান জাকির হেসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, কুমিল্লা জেলা আওয়ামী লীগ সদস্য আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা এম মীর হোসন মীরু, বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপুু, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসাইন, রোমেটেক্স গ্রুপের পরিচালক কামাল আহমেদ, জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা এ বি এম এ বাহার, ভিপি মাহবুব ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�