দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার দাউদকান্দিতে বৃটিশ আমলের একটি সীমানা পিলার নিয়ে ঘুম নেই ইলিয়টগঞ্জ ইউনিয়নের সাত গ্রামের বাসিন্দাদের। একদল মানুষ পিলারটি ছিনিয়ে নিতে দফায় দফায় রাতের ঘুম হারাম করে তা খুঁজে বেড়ায়। গতকাল রবিবার রাতে দাউদকান্দিও গৌরীপুর ফাঁড়ির পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসেরখোলা গ্রামের জনৈক আপন মোল্লা ঘর থেকে পিলারটি উদ্ধার করে।
পুলিশ ঘরের মালিকের ছেলে সাদ্দাম হোসেনকে (২৪) আটক করেছে। আজ সোমবার গৌরীপুর ফাড়ি ইনচার্জ আসাদুজ্জামান বৃটিশ আমলের সীমানা পিলারটি কুমিল্লা জেলা সুপারের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের হাসেরখোলার গ্রামের আবদুর রশিদ গত বুধবার খালে মাছ ধরতে যান। এ সময় সীমানা পিলারটি নির্ধারিত স্থানে দেখতে পেয়ে তা তুলে নেন তিনি। এরপর পিলারটি তার শশুড় বাড়ি আপন মোল্লার ঘরের একটি কোনায় লুকিয়ে রাখেন। বিষয়টি জানাজানানি হয়ে গেলে একদল মানুষ তা নিয়ে যাওয়ার জন্য রাত-দিন তার বাড়িতে হানা দেয়। খবর পেয়ে পিলারটি রক্ষার জন্য আশপাশের সাত গ্রামের মানুষ এলাকায় পাহাড়া বসায়। তবু শেষ রক্ষা হয়নি। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান উপজেলার হাসেরখোলা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আপন মোল্লার ঘর থেকে মাটি খুঁড়ে পিলারটি উদ্ধার করেন। এ সময় আপন মোল্লার ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। আর বৃটিশ আমলের পিলারটি কুমিল্লা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়।
ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মো. জসিম উদ্দিন প্রধান বলেন, "বৃটিশ আমলের চুম্বুকের তৈরি সীমনা পিলারটি পুঁতে রাখা হয়েছে। লোক মুখে শুনেছি এটি কয়েক কোটি টাকা মূল্যের সম্পদ। এটি পাওয়ার জন্য কয়েকটি পার্টি এর দাম কোটি টাকা হাকিয়েছে। মানুষের ধারণা এর দাম অর্ধশত কোটি টাকা হবে। মূল্যবান এ সম্পদটি কেউ যাতে ছিনতাই করতে না পারে তাই কয়েক বাসিন্দা রাত জেগে পাহাড়া দিয়েছে। অবশেষে পুলিশ তা উদ্ধার করে নিয়ে আসছে। "
গৌরীপুর ফাঁড়ির ইনচার্য আসাদুজ্জামান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। এসআই ইয়ামিন সুমন, এএসআই ইসহাক, সেলিম মিয়াজী ও আরিফুল ইসলামসহ রাতভর অভিযান চালিয়ে রাত ৩টায় হাঁসের খোলা গ্রামের আপন মোল্লার ঘরের ভেতর তিন ফুট মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। পিলারটি পার্শ্ববর্তী খাল থেকে পেয়ে আপন মোল্লা তার বাড়িতে নিয়ে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখেন। আমরা উদ্ধার করে পুলিশ সুপারের নিকট জমা দিয়েছি। "
এমটিনিউজ২৪/এইচএস/কেএস