কুমিল্লা থেকে : কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের ছাত্র মো: জাহিদুল ইসলাম রনি পাস করলেও তার আর ফল জানা হলো না। তার আগেই না ফেলার দেশের চলে গেছেন তিনি।
গত ৯ মে পরীক্ষা শেষ করে কলেজের হোস্টেল থেকে আবিদপুর বাড়িতে যাওয়ার পথে বুড়িচং উপজেলার নিমসার-কংশনগর সড়কে চলমান সি এন জি অটো রিকশা থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। আহত রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইন্সটিটিউট অব নিউরো সাইন্স হসপিটালে প্রেরণ করা হয়। রনি ১২দিন পর হাসপাতালে মারা যায়।
রবিবার কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, জাহিদ ‘এ’ গ্রেডে পাস করেছে। এখবর শোনার পর ডুকরে কেঁদে উঠেন তার মা। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো: সেলিম রেজা সৌরভ।
তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে তার মৃত্যু হয়। তার পিতা লাল মিয়া এবং মা, আত্মীয় স্বজনরা রনির পাসের খবর শুনে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। মৃত ছেলের পাসের খবর শুনে অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়েন রনির মা।
এমটিনিউজ/এসএস