রবিবার, ১৩ আগস্ট, ২০১৭, ১১:১২:৩৯

কুমিল্লায় নববধূর সামনেই ‘ধর্মসাগরে’ তলিয়ে স্বামীর মৃত্যু

 কুমিল্লায় নববধূর সামনেই ‘ধর্মসাগরে’ তলিয়ে স্বামীর মৃত্যু

কুমিল্লা: চলতি বছর রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রুবায়েত ইমরান বিয়ে করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তা হোসনে আরা হাসিকে। ঘুরতে গিয়ে ১২ আগস্ট শনিবার দুপুরে নববধূর সামনেই কুমিল্লার ধর্মসাগরে তলিয়ে মৃত্যু হয় রুবায়েতের।

রুবায়েত ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা কুমিল্লা বিসিকের সাবেক পরিচালক মুস্তাফিজুর রহমানের ছেলে। কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) রাকিবুল হাসান জানান, এর আগে আনসারের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসি।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) একটি প্রশিক্ষণে হাসির অংশগ্রহণের জন্য ১১ আগস্ট শুক্রবার কুমিল্লায় যান হাসি-রুবায়েত দম্পতি। রাতে আনসারের নিজস্ব রেস্টহাউসে ছিলেন ওই দম্পতি। শনিবার দুপুর ১২টার দিকে আনসারের একটি গাড়িতে করে কুমিল্লা ধর্মসাগরে ঘুরতে যান তারা।

হাসিকে দিঘির পাড়ে দাঁড়িয়ে রেখে গোসল করতে নামেন রুবায়েত। একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকেন তিনি। হাসির চিৎকারে স্থানীয়রা পানিতে নেমে রুবায়েতকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবায়েতকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য রুবায়েতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান এসআই।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে