কুমিল্লা থেকে : নকল করতে না দেয়ায় শিক্ষককে পিটিয়ে জখম করেছে এক এইচএসসি পরীক্ষার্থী। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, কুমিল্লার লাকসামে। গতকাল আইসিটি ও তথ্যপ্রযুক্তি পরীক্ষা শেষ হবার পর এই অপকর্ম করেছে রাসেল মিয়া নামের ওই ছাত্র। আহত শিক্ষক আবদুস সোবহান বর্তমানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত পরীক্ষার্থী রাসেল মিয়া লাকসাম পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলী নওয়াব। লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের কমার্স বিভাগের ছাত্র রাসেল।
বৃহস্পতিবার আইসিটি ও তথ্যপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে সে বিভিন্ন সময়ে নকল করার চেষ্টা করে। শিক্ষক আবদুস সোবহান এতে বাধা দেন। ফলে নকল করতে ব্যর্থ হয় রাসেল। এই রাগে পরীক্ষা শেষে কয়েক সহযোগীকে নিয়ে ওই শিক্ষককে পেটায়। এতে গুরুতর আহত হন আবদুস সোবহান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় রাসেলের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন আবদুস ছোবহান। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত রাসেলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে শিক্ষক প্রহারের এই ঘটনা গোটা লাকসামে ক্ষোভের সঞ্চার করেছে। এর উপযুক্ত বিচার দাবি করেছেন এলাকার শিক্ষক সমাজ ও বিশিষ্ট লোকজন। রাসেলকে গ্রেপ্তার ও বিচার করা হবে বলে তাদের আশ্বস্ত করেছেন ইউএনও রফিকুল হক।
এমটিনিউজ২৪/এম.জে/ এস