শনিবার, ১৯ মে, ২০১৮, ১০:৩২:৩০

কুমিল্লায় সেহরি খেতে ডাকায় মসজিদের ইমামকে পিটুনি, হুজূরের চিৎকারে..

কুমিল্লায় সেহরি খেতে ডাকায় মসজিদের ইমামকে পিটুনি, হুজূরের চিৎকারে..

কুমিল্লা: রমজান মাসে সেহরি খেতে ডাকা মুসলিম প্রধান বাংলাদেশ দলের জণ্য নতুন কিছুইই না। কিন্তু এই ডাকাটাই বিরক্তের কারন হয়ে দাঁড়ায় কুমিল্লার মোশারফের জণ্য।

গতকাল রাতে সেহরি খেতে ডাকায় হুট করেই সেই মসজিদের ইমামের উপর ঘুম থেকে উঠে হামলা করেন মোশারফ। হুজুরের চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার কপ্রতে এগিয়ে আসেন। স্থানীয় মুসুল্লিরা জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সাহরি খাওয়ার জন্য মাইকে মুসুল্লিদের ডাকেন। ভোর সাড়ে ৩ টায় ইমাম সেহেরি খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় মসজিদের পূর্ব পার্শ্বের বাড়ির আবদুল বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর হামলা চালায়। ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোঃ মাসুমকে নিয়োগ দেয়া হয়। মোঃ মাসুম মসজিদে থেকে মুসুল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান। পবিত্র রমজান মাসে সাহরির সময় মাইকে ডেকে মুসুল্লিদের জাগিয়ে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল। শুক্রবার ভোর রাতে ইমাম সাহেব ঘুম থেকে উঠার জন্য মাইকে ডাকতে থাকেন।

এসময় মসজিদের পাশের বাড়ির মোশারফ নামে এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটে ওই অভিযোগে সে ইমাম সাহেবকে মারধর করে।
উল্লেখ্য যে, মোশারফ কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে একমাসের জন্য ফেরত আসেন।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে