আনিসুর রহমান: কুমিল্লার মানুষ আ ক ম বাহাউদ্দিন বাহার সাহেবকে চিনেন, তিনি কাউকে মিথ্যা আশ্বাস দেন না এটাও কুমিল্লার মানুষ জানেন। তিনি কখনো তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কুমিল্লার মানুষ তা বিশ্বাস করেন।
তিনি ছাত্রদের বলেছেন, আগামী কেবিনেট মিটিং-এ সড়ক পরিবহন বিষয়ে নতুন আইন হবে, এর মানে হচ্ছে অবশ্যই আইন প্রণীত হতে যাচ্ছে।
বাংলাদেশের বেশির ভাগ নেতার প্রধান সংকট হচ্ছে- মানুষ তাদের কথা বিশ্বাস করে না, বরং যা তারা বলেন, মানুষ ধরে নেন যে তার উল্টো কিছু হবে। এই ক্ষেত্রে বাহার ভাই সম্পূর্ণ ব্যতিক্রম, মানুষের বিশ্বাসই হচ্ছে উনার মূল রাজনৈতিক পুঁজি।
একজন রাজনৈতিক নেতার এর চাইতে বড় প্রাপ্তি কিছুই নেই। বাংলাদেশের প্রতিটি এলাকায় বাহার ভাইয়ের মতো নেতা প্রয়োজন, যারা মনযোগ দিয়ে মানুষের সমস্যা শুনেন এবং ব্যবস্থা নেন। তিনি সেই মানুষ যিনি সমস্যার মুখোমুখি দাঁড়াবার সাহস রাখেন।
(যুব ও ক্রীড়া সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ)
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)