রবিবার, ০২ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৬:০৬

'কুমিল্লায় ৬টা আসনেই ২৭ জনের মনোনয়নপত্র বাতিল

'কুমিল্লায় ৬টা আসনেই ২৭ জনের মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কুমিল্লার ৬টি আসনে প্রার্থীদের যাচাই-বাছাই করে সর্বমোট ২৭ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে আহসানুল আলম কিশোরও রয়েছেন।

রোববার  দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা-১ আসনে ৩জন, কুমিল্লা-২ আসনে ৫জন, কুমিল্লা-৩ আসনে ১০জন, কুমিল্লা-৪ আসনে ৫জন, কুমিল্লা-৫ আসনে ৩জন এবং কুমিল্লা-৬ আসনে ১জন সর্বমোট ২৭ জনের প্রার্থীতা বাতিল হয়। এবং ২জনকে স্থগিত রাখা হয়েছে।

যার মধ্যে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হক তার ভাই স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও তার ছেলে আহসানুল আলম কিশোর রয়েছেন।

কুমিল্লা-৩ আসনে প্রার্থীতা বাতিল হওয়া বিএনপি প্রার্থী কেএম মুজিবুল হক অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া নথি থেকে তার পেপার সরিয়ে নেয়া হয়েছে। নথিতে জমা দেয়ার রেকর্ড তার কাছে আছে। তেমনি ভাবে আওয়ামী লীগের প্রার্থীর পিতার নামে গরমিল থাকলেও চ্যালেঞ্জ করার পরও সেটা বৈধতা দেয়া হয়েছে।

কুমিল্লা-৩ আসনে প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম কিশোর অভিযোগ করেন, শুধুমাত্র একজন প্রার্থীর প্রার্থীতা টিকিয়ে রাখার জন্য হেভিওয়েট প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।

তিনি গোপন মিটিংয়ের অভিযোগ করেন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে।-চ্যানেল আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে