মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : নৌকায় ঠাঁই হয়নি কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের। যদিও তিনি এবার কুমিল্লা ৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়ন পাওয়া নিয়ে শতভাগ আশাবাদী ছিলেন। পরে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
শুধু তাই নয় তার ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কিশোরকে স্বতন্ত্র প্রার্থী করেছেন। কাগজ পত্রে জটিলতা থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা বাবা ছেলের প্রার্থীতা বাতিল করেন। দুজনেই প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ ভোটাররা তাদেরকে নৌকা প্রার্থীর গলার কাঁটা মনে করেছিলেন।
অপরদিকে বিএনপির মজবুত প্রার্থী এই আসনে গত পাঁচবারের এমপি কায়কোবাদের ছোটভাই মুজিবুল হকের প্রার্থীতাও বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। ফলে এই আসনে নৌকার বিপরীতে লড়ার মতো প্রার্থী না দেখা স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা মনে করছেন ইউসুফ আব্দুল্লাহ এমপি হতে কঠিন কোনো চেলেঞ্জর মুখোমুখি হতে হবে না।
জাহাঙ্গীর আলম সরকার গ্রুপের একাধিক নেতার সাথে এই বিষয়ে কথা হলে তাদের মধ্যে অনেকেই আমতা আমতা করে বলেন, কেন্দ্র থেকে চাপ আছে নৌকার বিরুদ্ধে না যাওয়ার জন্য।
তবে জাহাঙ্গীর আলম সরকারের ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কিশোর বলেন, আমি প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছি। আগে প্রার্থীতা ফিরে পাই তারপর অন্য চিন্তা করবো।
দুইবারের এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও এই আসনের বর্তমান এমপি উসুফ আব্দুল্লাহ হারুন বলেন, মহান আল্লাহ তার প্রাপ্যতা অনুযায়ী সম্মান এবং মর্যাদা দান করেন। এলাকাবাসীর জন্য যদি ভালো কিছু করে থাকি এবং করার ইচ্ছা পোষণ করি তাহলে তার প্রতিদান অবশ্যই আমি পাব। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীক নিয়ে সাধারণ মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকব।-কালের কণ্ঠ