কুমিল্লা: ‘চা খরচের ব্যবস্থা নাই, বটগাছ মার্কায় ভোট চাই।’ এমন স্লোগান দিয়ে বুকে নিজের পোস্টার ঝুলিয়ে একা একাই ভোট চাইছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী। সোমবার প্রতীক পাওয়ার পর এভাবেই প্রচারে নেমেছেন কুমিল্লা -৮ (বরুড়া) আসনের প্রার্থী আবদুল ফারাহ মো. আবদুল আজিজ। স্থানীয়ভাবে তিনি খোমিনী হুজুর নামে পরিচিত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী। পেয়েছেন দলটির প্রতীক বটগাছ।
জানা গেছে, পেশায় মাদ্রাসা শিক্ষক খোমিনী হুজুর জাতীয় নির্বাচনে এক পরিচিত মুখ। বরাবরই মাঠে থাকেন তিনি এবং এমন অভিনব পন্থায় তার নির্বাচনী প্রচারণা চালান।এবার প্রতীক পেয়েই বরুড়ার বিভিন্ন বাজার ও লোকসমাগম স্থানে গিয়ে নিজেই নিজের প্রচার চালাচ্ছেন খোমিনী হুজুর। বুকে লাগিয়েছেন নিজের ছবি সম্বলিত নির্বাচনী পোস্টার।
কণ্ঠে তার স্লোগান - চা খরচের ব্যবস্থা নাই, বটগাছ মার্কায় ভোট চাই। এসময় উচ্চারণ করছেন আলকোরআনের আয়াত।
অভিনব ও ব্যতিক্রমী স্বকিয়তার নির্বাচনী প্রচারণায় খোমিনী হুজুর এলাকায় তুমুল জনপ্রিয়। তাকে দেখলেই উৎসুক জনতা তার চারিপাশে ভিড় জমায়।যদিও ভোটারের এমন আগ্রহ ভোটে কখনই প্রভাব ফেলেনি। এর আগের পরিসংখ্যানগুলো তাই বলছে।
জানা গেছে, ১৯৯৬ সাল থেকে সবক’টি জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। অংশ নিয়েছিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও। কিন্তু কোনোটিতে জয়ের দেখা পাননি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এমদাদ হোসেন শরীফ জানান, ‘জ্ঞান হবার পর থেকেই হুজুরকে ভোটে দাঁড়াতে দেখছি। কোনোবারই পাশ করতে পারেন নি। সর্বশেষ তিনি বরুড়া দেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। তার মার্কা ছিল গাভী।’
সোমবার রাতে বড়ুরা প্রেসক্লাবে খোমিনী হুজুরের সঙ্গে কথা হয়। খোমিনী হুজুর জানান, জয়ের ব্যাপারে এবার তিনি আশাবাদী। বরুড়ার মানুষ তাকে ভালোবাসেন।এছাড়াও তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে বরুড়ার তলাগ্রামে নিজের জমিতে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ব।’
প্রসঙ্গত, ব্যালটে বরুড়াবাসীরা তাকে তেমন গুরুত্ব না দিলেও প্রতিবারই নিজস্ব স্বকিয়তায় প্রচারণীর কারণে তাদের মন জয় করে নিয়েছেন এই খোমিনী হুজুর।যুগান্তর